\ FAQ - You get special discounts on both Save your Time & Tk.
explore

FAQ

FAQ

(FAQ)

ওয়ালী বাজার, সেরা অনলাইন বাজার কেন?
১) ১ম ছাড়ঃ ১০০০+ টাকার ১ম অনলাইন অর্ডারে সকল বাজার-পন্যে-খাদ্য-দ্রব্য-পথ্যে ৫% ছাড় পেতে bkash5% কুপন দিয়ে অনলাইনে Cash on Delivery অর্ডার করুন। ১০০০+ টাকার অনলাইন অর্ডারে ঢাকা সিটিতে ডেলিভারী ফ্রি!!
২) পরের মাসের জন্য ২৫% ডিপোজিটঃ ১০০০+ টাকার অনলাইন Cash on Delivery অর্ডারে ২৫% ডিপোজিট বা সঞ্চয় বা জমা হয়, সাথে ডেলিভারী ফ্রি! ১০টি সফল অনলাইন অর্ডারের পরের মাস হতে ২৫% ডিপোজিটের টাকা তুলতে ঢাকা সিটিতে মাছ-মাংস-সবজি-ফলে এবং সারা দেশে ইলেকট্রনিক্স পন্যে ৫% ছাড়ের কুপন দেয়া হয়। তবে ডিপোজিটের কুপন ব্যবহারে সর্বোচ্চ ৯৫০ টাকার প্রতিটি অর্ডার এ ২৫% ডিপোজিটের টাকা তুলতে পারবেন।

৩) রিটার্ন পলিসিঃ ডেলিভারীর সময় পছন্দ না হলে তখনই পন্যগুলো শুধুমাত্র তাৎক্ষনিকভাবে ফেরত বা রিটার্ন দিতে পারবেন।আপনার সময় ও টাকা দু-দিকেই সাশ্রয় হবে। অতএব আমরা দেশে সর্বোচ্চ সেরা দীর্ঘ মেয়াদী অফারকারী এক মাত্র প্রতিষ্ঠান বা ওয়েব সাইট, যারা ঢাকা সিটিতে ২৪ ঘন্টায় রিটার্ন ও টাকা বিকাশে রিফান্ড দেয় এবং সারা দেশে ৩-৭ দিনে কুরিয়ারে ডেলিভারী হয়, অন্যথায় ৭২ ঘন্টায় রিফান্ড করা হয়।

৪) বিশুদ্ধতা ও পরিমাপকঃ বাসি মাংস বা বাজার বিক্রি হয় না, কাস্টমারের প্রয়োজনে অর্ডার শীটসহ মাছ-মাংস কাটার প্রসেসিং ভিডিও ক্লিপ ডেলিভারী ম্যান দেখাবে ও ডিজিটাল ঝুলন্ত নিত্তি দিবে, মেপে বুঝে নিবেন। সবজি-ফল ও কাঁচা বাজার ফরমালিনমুক্ত করে, পেকেটজাত করে ডেলিভারী হয়।

৫) কল বা মেসেজ অর্ডারঃ হয়াস্ট এপে বা সরাসরি 01752078099 নাম্বারে কল করে বা লিস্ট লিখে, তার ছবি তুলে সাইটের লিস্ট ওয়েব সাইটের লিস্টে বা হয়াস্ট এপে বা ফেসবুক পেইজে নাম-ঠিকানা ও ফোনসহ অর্ডার পাঠিয়ে দিলেও হবে।

৬) রেশন ডিসকাউন্ট কার্ডঃ বিকাশে অগ্রীম পেমেন্ট দিয়ে- পন্য ক্রয় করতে ৫%-১২% অতিরিক্ত ছাড়ের কুপন নিতে 01752078099 নম্বরে তখনই কল করুন ।

৮) FLASH FRIDAY OFFER : বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে প্রতি শুক্রবার  দুপুর ২-৫ টায় অনলাইন অর্ডারে এই ক্যাটাগরীর কিছু পণ্যে ১০% হতে ৫০% ক্যাশব্যাক দেয়া হয়। এবং অনেক অর্ডার থাকায় ৩ হতে ৫ দিনে এ অর্ডারটি  ডেলিভারী করা হয়।

৯) পন্যের সাথে ছাড়ঃ বিভিন্ন ব্যান্ডেড কোম্পানীর পন্যে ১টি ক্রয়ে ১টি ফ্রি এবং পন্যের সাথে উপহার সমূহ নিশ্চিতভাবে কাস্টমারগণই বুজে পেয়ে মূল্য দিন। এছাড়া পন্য ঝুলন্ত নিত্তি দিয়ে মেপে ও বুঝে পেয়ে মূল্য দিবেন।

৮) ৩% ছাড়ের কুপনঃ প্রতি মাসে ১০,০০০+ টাকার পন্য ক্রয়ে আপনি হবেন, গ্রীন কাস্টমার, পরের মাসে (মাছ-মাংস ও শাক-সবজি) অর্ডারে ৩% ছাড়ের কুপন পাবেন।

৯) ৪% ছাড়ের কুপনঃ প্রতি মাসে ২০,০০০+ টাকার পন্য ক্রয়ে আপনি হবেন, সিলভার কাস্টমার, পরের মাসে (মাছ-মাংস ও শাক-সবজি) অর্ডারে ৪% ছাড়ের কুপন পাবেন।

১০) ৫% ছাড়ের কুপনঃ  প্রতি মাসে ৩০,০০০+ টাকার ক্রয়ে আপনি হবেন, গোল্ড কাস্টমার,পরের মাসে (মাছ-মাংস ও শাক-সবজি) অর্ডারে নিন ৫% ছাড়ের বিশেষ কুপন ।

প্রশ্নঃ walibazar.com সাইটটিতে কিভাবে পণ্য (খুচরা বা পাইকারী) ক্রয় করবেন ?

উত্তরঃ

ক) ঢাকা সিটিতে বিক্রয়  :  আমাদের সাইট www.walibazar.com এ যান, সেখানে মেনু বার হতে আপনার পছন্দের পণ্য সমূহ বাছাই করুন অথবা  সার্চ বা অনুসন্ধান বার এ আপনার প্রয়োজনীয় পণ্যটির নাম লিখে তা আপনার শপিং ব্যাগ বা কার্টে এ এড করতে পারবেন – আপনার প্রয়োজনীয় সকল পণ্য আপনার ব্যাগ এ নেওয়া শেষ হলে, কার্টের ক্লিক করে কোন কুপন জানা থাকলে প্রবেশ করান । তারপর চেকআউটে ক্লিক করে আপনার নাম, ফোন, ই-মেইল, জিলা ও ঠিকানা এবং নির্দিষ্ট ডেলিভারির তারিখ ও সময়টি অবশ্যই লিখতে হবে । অত:পর নীচের অর্ডার প্লেস এ ক্লিক করলেই  আপনার অর্ডারটি আমাদের নিকট পৌঁছে যাবে এবং আপনি একটি অর্ডার আইডি নম্বর পাবেন । নতুন ক্রেতার ক্ষেত্রে আমাদের বিক্রয় প্রতিনিধি আপনাকে কল বা মেসেজ বা ইমেইল করে অর্ডারটি নিশ্চিত করবে। তারপর নির্দিষ্ট দিন ও সময়ের ১ ঘন্টার মধ্যে আমাদের ডেলিভারি ম্যান পণ্যগুলো ডিজিটাল নিত্তিতে মেপে আপনার কাছে বুঝিয়ে দিলে মূল্য পরিশোধ করুন।

খ) অন্যান্য জেলা শহরে  বিক্রয় : দেশের অন্যাণ্য জেলা শহরের ক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী দোকান হতে খাদ্য ও গ্রোসারী আইটেম আপনার বাসায় সরবরাহ করা হবে । আর অন্যান্য পন্য কুরিয়ার বা পরিবহনে পাঠানো হবে। আমাদের ডেলিভারি ম্যান পণ্যগুলো ডিজিটাল নিত্তিতে মেপে আপনার কাছে নির্দিষ্ট দিন ও সময়ের মধ্যে বুঝিয়ে দেয়ার পর আপনি চালানে স্বাক্ষর করলে উক্ত দোকানদারকে আমরা মূল্য পরিশোধ করবো। অন্যান্য জেলা শহরের ঢাকা হতে কুরিয়ারে পণ্য পেতে সম্পূর্ণ বিল ব্যাংক/কার্ড/বিকাশের মাধ্যমে অগ্রীম প্রদান করতে হবে। বিকাশে পেমেন্ট করতে হলে ২% বিকাশ চার্জ দিতে হয় ।

প্রশ্নঃ যোগাযোগ  বা অর্ডার করার ঠিকানা ?

উত্তরঃ আপনি www.walibazar.com এ  ফোন কল করে যোগাযোগ করতে পারেন ।  মোবাইল নম্বর :- 01752078099  এবং মেইল করুন info@walibazar.com

প্রশ্নঃ বাজারটি যে পৌঁছেনো তথ্য অর্ডারকারী কিভাবে জানবে ?

উত্তরঃ আমাদের ওয়ালী বাজার প্রতিনিধি সরবরাহের সময় আপনাকে ফোন দিয়ে  ডেলিভারি  সম্পর্কে নিশ্চিত হবে। এবং ডেলিভারীর পর আপনি আপনার পরিবার বা ঠিকানা হতে খরব নিতে পারবেন।

প্রশ্নঃ পণ্যের মূল্য কম/বেশি হলে সমাধানে উপায় কি ?

উত্তর : আমারা যে কোন সুপার শপ হতে ১%-২৫% মূল্য কম রাখার কথা বলেছি । তবে সরকারী ভ্যাট প্রযোজ্য। যদি কোন পন্য বা বাজারের খুচরা মূল্য উক্ত প্রডাক্ট এর গায়ে লিখিত মূল্য হতে বেশি হয় অথবা আপনার নিকটতম দোকান হতে বেশি হয় তবে আমাদের ওয়ালী বাজার প্রতিনিধিকে 01752078099 নাম্বারে কল করে জানালে মূল্য সংশোধন করে পন্য ডেলিভারী করবে ।

প্রশ্নঃ মূল্য পরিশোধ করার উপায় কি?

উত্তরঃ ঢাকা সিটিতে ডেলিভারির সময় পণ্য হাতে বুঝে পাওয়ার পর  মূল্য (নগদ) পরিশোধ করতে পারবেন। এছাড়া আমাদের ব্যাংক একাউন্টে বা অনলাইনে রকেট অথবা বিকাশের মাধ্যমেও মূল্য অগ্রীম পরিশোধ করতে পারবেন। এছাড়া প্রবাসীরা ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশের বাহির থেকে ঢাকার স্থায়ী আপনজনের হয়ে মূল্য পরিশোধ করতে পারবে। অন্যান্য জেলা শহরের পাইকারী অর্ডারের ক্ষেত্রে পরিবহন ট্রান্সপোর্ট বা কুরিয়ার খরচসহ সম্পূর্ণ বিল ক্যাশ বা পে অর্ডার বা ডিডি বা টিটি অথবা ব্যাংক ট্রান্সফারের অগ্রীম প্রদান করতে হবে।ঢাকা সিটিতে বাজার করলে ডেলিভারী খরচ সম্পূর্ণ ফ্রি !

প্রশ্নঃ আমার প্রয়োজনীয় একটি পণ্য সাইট খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করবো?

উত্তরঃ যদি আপনার কোন পণ্য বা সদাই কেটাগরীতে বা সার্চ দিয়েও যদি  খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে পণ্যটির তথ্যাদি দিয়ে +8801752078097-9 নাম্বারে কল করে জানাতে পারেন অথবা মেইল করুন info@walibazar.com  । আমরা আপনার জন্য পণ্যটি স্টকে আনার চেষ্টা করব অথবা বাহির হতে সংগ্রহ করে সরবরাহ করার চেষ্টা করবো। আপনার বাজারের লিস্ট এর ছবি তুলে ফেসবুকের  পেইজের ইনবক্সে মেসেজ করে বা info@walibazar.com  ইমেইলে পাঠালে ২-৪ ঘন্টার মধ্যে আমরা কল করে অর্ডার নিশ্চিত করবো ।

প্রশ্নঃ আমার অর্ডারকৃত বাজারে  কিছু সমস্যা দেখা দিয়েছে, কি করবো ?

উত্তরঃ আপনি যে কোনো ধরনের পন্যের ত্রুটি বা সমস্যার জন্য +8801752078097-9 এই নাম্বারে কল করে অথবা  info@walibazar.com ইমেইল করে আমাদের জানালে আপনার ৭ দিনের মধ্যে উক্ত সমস্যার সমধান বা পন্য পরিবর্তন বা মূল্য ফেরত দেয়া হয়।

প্রশ্নঃ ছুটির দিন  অথবা ধর্মঘট বা হরতালে কি ডেলিভারি হয়?

উত্তরঃ জি হাঁ, ঢাকা সিটিতে এবং বিভিন্ন জেলা শহর গুলোতে ছুটির দিন  অথবা ধর্মঘট বা হরতালেও ডেলিভারী হয়আমাদের লক্ষই হল আপনাদের বাজারের সকল দুশ্চিন্তা দূর করা। তবে হরতালের কারণে পাইকারী ডেলিভারী বিলম্ব হতে পারে ।

প্রশ্নঃ সুপার শপ বা দোকান বাদ দিয়ে আপনাদের থেকে নিব কেন?

উত্তরঃ শহরের অন্যান্য সুপার স্টোর গুলোর চেয়ে আমাদের পণ্যের দাম শতকরা ১%-২৫% কম এবং আপনার বাসার পাশের মুদি দোকানের চেয়ে বেশি পণ্য আমাদের কাছ থেকে পাবেন ।তাছাড়া আমাদের সাইটে অর্ডার করলে সকল পন্যই পাবেন। আজ হতে আপনাকে আর কষ্ট করে এই দোকান ..আর ঐ দোকান ঘুরে আপনার মূল্যবান সময় নষ্ট হবে না । সময় বাঁচান, আপনার অবসর সময়ের মূল্য আমরা বুঝি। সময়টি যাতে আপনি আপনার পরিবার-পরিজনের সাথে ব্যয় করতে পারেন সেই সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। তাছাড়া নির্দিষ্ট সময়ে আমাদের ডেলিভারি ম্যান পণ্যগুলো হ্যান্ড নিত্তিতে মেপে আপনার কাছে বুঝিয়ে দিয়ে মূল্য নিবে । পছন্দ না হলে কিছু পণ্য ফেরতও দিতে পারবেন । এছাড়াও আপনার নাম ও অর্ডার নাম্বারের ছবিসহ জীবন্ত প্রানী যেমন মাছ বা মুরগী বা খাশির জবেহ বা প্রসেসিং এর মোবাইল ভিডিও দেখে নিতে পারবেন।নিয়মিত বাজারে পাবেন বিভিন্ন উপহার ও পাইকারী দরে ক্রয়ের নানা সুযোগ-সুবিধা ।

প্রশ্নঃ সুপার শপ হতে দ্রব্যমূল্য কম কেন ?

উত্তরঃ  অন্যান্য সুপার স্টোর গুলোর চেয়ে আমাদের পণ্যের দাম শতকরা ১%-২৫% কম । কারণ আমাদের অফিস ও কর্মচারী খরচও কম ।

প্রশ্নঃ নিকটবর্তী ও দূরবর্তী এলাকায় আপনারা কিভাবে ডেলিভারি করে থাকেন?

উত্তরঃ আমাদের বিক্রয় প্রতিনিধিরা  ওয়ালী বাজারের শীল মোহরকৃত এপ্রোন পোষাকদারী হবে  এবং প্রত্যেকের কাছে আইডি কার্ড থাকবে । কাছের ডেলিভারী জন্য সাইকেল বা বেকারী ভ্যান গাড়ির ব্যবস্থা আছে এবং দূরের ডেলিভারীর জন্য মটর সাইকেল ও মটর পরিবহনের নিজস্ব ব্যবস্থা রয়েছে।আমাদের ডেলিভারি প্রতিনিধিরা যেকোনো উপায় আপনার বাজার আপনার নিকট পৌঁছে দেওয়ার প্রশিক্ষণপ্রাপ্ত। তাছাড়া পাইকারী বিক্রয়ের ক্ষেত্রে ১০০% নির্ভরযোগ্য পরিবহন সার্ভিসের মাধ্যমে পিকআপ ও কাভারভ্যান/ট্রাকে মাল পৌছানো হয় ।

 প্রশ্নঃ ত্রূটি যুক্ত বা ত্রুটি মুক্ত- যে কোন পণ্য ফেরতের কোন সুযোগ আছে কি?

উত্তরঃ কাঁচা বাজার শাকসবজি,মাছ-মাংস, দুধ ইত্যাদির  ক্ষেত্রে কেবল কোন ত্রুটি থাকলে তাৎক্ষনিকভাবে অথবা ঐ দিনেই কল করলে ফেরত নেয়া হবে ।তাছাড়া অন্যাণ্য পেকেট ও টিনজাত পণ্য আমরা ৩ দিনের মাঝে জানালে  ফেরত নিয়ে থাকি যদি তা নষ্ট অথবা খোলা না হয়ে থাকে।তাছাড়া ভুলে অর্ডার দিয়ে কিনে যদি আপনি ত্রুটি মুক্ত পণ্যও ফেরত দিতে চান তবে ৩ দিনের মধ্যে +8801752078097-9 অথবা 02-9142889  এই দুই নাম্বারে কল করে অথবা  info@walibazar.com ইমেইল করে জানালে ফেরত বা পরিবর্তন করে অন্য পণ্য ডেলিভারী নিতে পারবেন। উল্লেখ্য যে, বিভিন্ন জেলা শহরে পাইকারী বাজারের ডেলিভারীর ক্ষেত্রে উল্লেখযোগ্য কোন ত্রুটি থাকলে আলোচনার মাধ্যমে ফেরত বা পরিবর্তন অথবা অন্য কোন ভাবে ক্রেতার সাথে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধান করা হয়।ডেলিভারীকৃত বাজার বা পন্য ইচ্ছাকৃত ফেরত দিলে মোট বিলের ১০% টাকা ডেলিভারী আনা-নেয়া ও সার্ভিসচাজ খরচ বাবদ নগদ প্রদান করতে হয়।

প্রশ্নঃ আপনাদের বিশেষ ছাড় বা ডিস্কাউন্টিং পলিসিটি কি ধরনে, জানতে পারি?

উত্তরঃ আমরা ঢাকা শহরের অন্যান্য সুপার স্টোর গুলোর চেয়ে আমাদের পণ্যের দাম শতকরা ১%-২৫% কম রাখার চেষ্টা করি।যেমনঃ যদি একটি পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য = ১০০ টাকা হয় এবং আমাদের ছাড়কৃত তালিকা মূল্য ৯৮ টাকা হয় – তবে পণ্যটি ইতিমধ্যে ২% ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে। এরপর বিভিন্ন কাঁচা বাজারের ক্ষেত্রে কুপন কোড নাম্বার ব্যবহার করলে আরও শতকরা ১০% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা আছে । মোট কথা আমর গ্রাহকগণের মাঝে সবচেয়ে সেরা ডিলটি দেওয়ার আপ্রান চেষ্টা করি ।সারা দেশের জেলা শহরগুলোতে পাইকারী বাজারের ক্ষেত্রেও আপনাদের পাইকারী বা কর্পোরেট দরে (সামান্য কম/বেশি) আপনার ঘরে বা দোকানে অর্ডারকৃত মাল হোলসেল সরবরাহ করা হয় । মৌসুমী অফারে কিছু পন্যে ২৫% হতে ৫০% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা আছে ।

প্রশ্নঃ ফোন এ কল করে কি অর্ডার করা যায়?  অথবা অভিযোগ কার কাছে করবো?

উত্তরঃ অবশ্যই, ওয়েব সাইটের অর্ডার ব্যতিত আপনি ফোন এ +8801752078097-9 এই নাম্বার সমূহে কল করে বা মেসেজ পাঠিয়ে অর্ডার করতে  পারেন । আপনার বাজারের লিস্ট এর ছবি তুলে ফেসবুকের www.facebook.com/walibazar পেইজের ইনবক্সে মেসেজ করে বা info@walibazar.com  ইমেইলে পাঠালে ২-৪ ঘন্টার মধ্যে আমরা কল করে অর্ডার নিশ্চিত করবো ।বিশেষ প্রয়োজনে  ফিডব্যাক বা অভিযোগ করতে +8801975030501 নাম্বারের  WHATSAPP এ মেসেজ বা কল করে জানাতে পারবেন।

প্রশ্নঃ পন্যের গুনগত মান কেমন?

উত্তরঃ আমরা আমাদের সকল পণ্য হয় সরাসরি উতপাদনকারীদের থেকে সংগ্রহ করা হয়, অথবা অত্যন্ত বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহীত হয়। তবু যদি আমরা সন্তুষ্ট করতে ব্যর্থ হয়ে থাকি, তাহলে যেকোনো পণ্য ৩ দিনের মাঝে অবশ্যই ফেরতযোগ্য। তাছাড়া মোরকজাত বা পেকেটজাত পণ্যের ক্ষেত্রে উৎপাদনকারী কোম্পানী আইনগতভাবে দায়বদ্ধ, এক্ষেত্রে www.walibazar.com  এর করার কিছু নেই ।

প্রশ্নঃ ডেলিভারি প্রতিনিধিকে কি কোন বকশিশ দিতে হবে?

উত্তরঃ বকশিশ দেওয়া আবশ্যক নয়। তবে আমাদের ডেলিভারি প্রতিনিধিরা তাদের পরিশ্রমের স্বীকৃতি পেলে উৎসাহিত হয়। এবং বকশিশ এর পুরো পরিমাণটি তারাই উপভোগ করে থাকে।


বিক্রেতা, কোম্পানী ও ইম্পোর্টারের কিছু প্রশ্ন ও তার উত্তরঃ

১) প্রশ্নঃ কিভাবে আমার ফেক্টরীর পণ্য www.walibazar.com এ তালিকাভুক্ত করতে পারবো?

প্রথমে আমাদের ওয়েব সাইটে সাইন ইন করতে হবে।তারপর FACTORY AD এ ক্লিক করে ফরম পূরণ করতে হবে । এরপর আপনি আপনার কারখানায় উত্পাদিত অথবা বাহির হতে ইমপোর্টকৃত পণ্যের ছবিসহ পূর্ণ বিবরন info@walibazar.com ইমেইলে পাঠিয়ে +8801752078099 নাম্বারে কল করে জানাতে   হবে।অতঃপর www.walibazar.com  এর প্রতিনিধি আপনার ফেক্টরীর বা গোডাউন পরিদর্শন করে আপনার পণ্য পাইকারী বাজারে প্রচার করে দ্রুত বিক্রির চেষ্টা করবে।

২) প্রশ্নঃ পাইকারী বিক্রেতা কখন বিক্রিত মালের ক্যাশব্যাক পাবে ?

 প্রথমে নীচের  Add Your Factory ফরম পূরণ করে পাঠাতে হবে ।  www.walibazar.com  এর প্রতিনিধি আপনার ফেক্টরীর গুদাম হতে মাল নেয়ার সময় চেক প্রদান করবেন । এবং মাল আপনার বা আপনার নির্ভরযোগ্য পরিবহনে ক্রেতার কাছে পাঠানোর পর ক্রেতা মেপে নমুনা অনুযায়ী মাল বুঝে পাওয়ার পর www.walibazar.com কল করে নিশ্চিত হওয়ার পর ২৪ ঘন্টার মধ্যে আপনার চেক ক্যাশ করে দিবে।পণ্যের পাইকারী মূল্য, কমিশন ও পরিবহন খরচ বিক্রি সাপেক্ষে আলোচনা করে ঠিক করা হবে ।

৩) প্রশ্নঃ ওয়ালী বাজার.কমে –আপনার দোকান এড করবেন কেন? 

১) ইনশাল্লাহ, অনলাইনে অর্ডার আমরা নিব, আপনার এলাকায় হোম ডেলিভারী আপনি নিজে বা লোক দিয়ে করাবেন।এতে ক্রমান্বয়ে আপনার ষ্টোরের বিক্রি বৃদ্ধি হবে। ঢাকা সিটিতে আমাদের লোক ডেলিভারী করবে।

২) বিদেশী ইম্পোর্ট করা বা ফেক্টরীর পন্য ঢাকা হতে অপেক্ষাকৃত কমমূল্যে পাইকারী ক্রয় করতে পারবেন। এতে আপনার দোকানের ক্রয় খরচও ক্রমান্বয়ে কমতে থাকবে।

৩) ওয়ালী বাজার.কমে – আপনার শপ এড করতে কোন ফি বা অর্থ লাগবে না। তবে আপনার পন্য বিক্রয় হলে ওয়ালী বাজার মোট মূল্যের ৩% টাকা  এবং ডেলিভারীর জন্য ২% টাকা কেটে রেখে বাকী টাকা আপনাকে পেমেন্ট করবে। ঢাকা সিটির বাহিরে আপনি ডেলিভারী করলে শুধূ মাত্র ৩% টাকা রাখা হবে।

৪) আপনার থানা শহরে বা গ্রামে কিছু পন্য পাওয়া অসম্ভব, এই দুষ্প্রাপ্য পন্য কুরিয়ারে পাঠানো হয়।অতএব আপনার ছোট ষ্টোরে বিশ্বের সব পন্য বিক্রির অর্ডার নিতে পারবেন ।

৫) আপনার শহর বা গ্রামের সবচেয়ে জনপ্রিয় বা সস্তার পন্য আমাদের মাধ্যমে দেশের সবত্র বিক্রি ও ডেলিভারী করতে পারবেন।

প্রশ্ন: ওয়ালী বাজার.কম হতে প্রতি মাসে ৫,০০০ হতে ১৫,০০০/- টাকা আয় করা সম্ভব ?

ক) রি-সেলারগণ  অন লাইল মার্কেটিং করে কিভাবে পন্য বিক্রয় করে  ওয়ালী বাজার.কম হতে আয় করবেন ?

উত্তর : ঘরে বসে অনলাইনে কিছু লিংক প্রচারের মাধ্যমে আয় করার গ্রূপ- CPA এর 1st Work is CPA = Cost Per Action (Visitors) জনপ্রিয় ব্লগ, ফেসবুক, টুইটার, ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লিংকগুলি প্রচার, ছবিসহ পোস্ট,কমেন্ট ও ব্যাকলিংক করে আপনাকে ভিজিটর আনতে হবে । মোট ভিজিটরের ২০% পাবেন প্রতি সপ্তাহে।
2nd work ——. PPS (PAY PER SALE)  কমিশন- ২% হতে ২০%, মেয়াদ-৩০ দিন।. Link- 10 PPS এ ফ্ল্যাট বা প্লট এর ১০ টি লিংক দেয়া হবে। বিস্তারিত জানতে ও কাজ শিখতে ভিজিট করুন – re-seller

খ) “পরিবেশক পার্টনার” হয়ে পন্য ডেলিভারী করে  ওয়ালী বাজার.কম হতে কিভাবে  আয় করবেন ?
উত্তরঃ অনলাইনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে কাস্টমার কালেকশন করছি । আর সেই কাস্টমার থাকে আপনার বাড়ির পাশে । আপনার এলাকায় । তাই খাদ্য-দ্রব্য, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, গ্রোসারী পন্য, পোষাক, মেডিসিন, কসমেটিকস, শিশু পন্য, হোম ক্লিনিং সামগ্রী, লাইব্রেরী ও স্টেশনারী পন্য, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি নির্দিষ্ট দিন ও সময়ের ১ ঘন্টায় ডেলিভারী করা আপনার বা আপনার প্রতিনিধির পক্ষে আশা করি সম্ভব ।
আমাদের সাথে আপনি বা আপনার প্রতিনিধি সর্বদা স্মার্ট মোবাইলে অনলাইনে যোগাযোগ করতে করবে । আমরা অর্ডার নিয়ে আপনাদের জানাবো, আপনি বা আপনার প্রতিনিধি উক্ত অর্ডার মোতাবেক আমাদের নির্দিষ্ট (আপনার এলাকার) দোকান হতে ডেলিভারী করবেন । এভাবে মাসে আপনি বা আপনার প্রতিনিধি মাসে কমিশন ভিত্তিতে আশাকরি ৫,০০০ হতে ২০,০০০ টাকা আয় করতে পারবেন । আপনার মহল্লায় আমরা শুধু একজনকেই পরিবেশক নিয়োগ করবো। অতএব আপনি আগ্রহী হলে আপনার নাম, মোবাইল নম্বর +8801752078097-9 এই নাম্বার সমূহে কল করে জানাতে হবে । আপনি নির্বাচিত হলে । আমরা আপনাকে যে কোন বন্ধের দিন সেমিনারে যোগ দেয়ার জন্য মেসেজ ও কল করে – আমন্ত্রন পত্র পাঠাবো । সেমিনারে ফ্রি লাঞ্চ আপ্যায়ন করা হবে এবং সেই সাথে আপনার পন্য বিক্রয়ে লাভের ভাগ অর্থ্যাৎ আপনাদের কমিশন ও নিয়মসহ একটি চুক্তি স্বাক্ষরিত হবে । ধন্যবাদ । বিস্তারিত দেখুন ।

গ) নিজ এলাকায় “অফ লাইন মার্কেটিং” এর কাজ  করে  ওয়ালী বাজার.কম হতে কিভাবে  আয় করবেন ?

 অতএব আপনি আগ্রহী হলে আপনার নাম, মোবাইল নম্বর ও আবেদন  +8801752078097-9 এই নাম্বার সমূহে কল করে জানাতে হবে । দয়াকরে কল করে অনুরোধ করার চেষ্টা করবেন না।