আমাদের পরিচয়

আমাদের পরিচয়

আবাসন শিল্প ও প্রতিষ্ঠানের সাথে  আমার  বাল্যকালও  জড়িত । ১৯৯১ ইং সালে যখন আমি স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র , দাড়ি-গোফও ঠিকমত গোজায় নি; সেই বয়সেও জমি-জমার মামলার হেয়ারিং ও ডিল করতাম কোন উকিল ছাড়াই ।  বড় বড় দলিল লেখকের দলিলের গদের ভূল ধরে দিতাম । আসলে মা-বাবার বিক্রিত প্রায় ১০০ বিঘা জমির বিভিন্ন ঝামেলা পোহাতে গিয়ে….ছোট বেলায় আবাসন শিল্পে আমার সুচনা হয়।

পড়া লেখার দৌড় বেশি দূর এগোওনি । গ্রাজুয়েটে এসে  পরিবারে মায়ের একামাত্র ছেলে হিসেবে ব্যবসার হাল ধরতে হয়, প্রথমে হযরত ইবনে ওমর (রা:) কোচিং সেন্টার এবং তারপর ১৯৯৯ ইং সালে নিজ এলাকা কাটাসুরে একটি স্কুল প্রতিষ্ঠা করি । নাম : মুহাম্মাদী আইডিয়াল কিন্ডারগার্ডেন এন্ড হাই স্কুল । কিন্তু এসব সেবামূলক ব্যবসায় কেমন যেন মন টিকলো না । তাই পাশাপাশি মুহাম্মদী ডেভেলপার্স নামে একটি প্রতিষ্ঠান খুললাম । আমার প্রান প্রিয় এক বোন ও ভগ্নি পতির সহায়তায় পার্টনারে মাত্র ২/৩ লাখ টাকা পুজি নিয়ে জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা শুরু করলাম । পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিবর্গের বিনিয়োগে ২০০০ সালে ওয়ালী মুহাম্মাদ ফাউন্ডেশন সোসাইটি প্রতিষ্ঠা করা হল । হাউজিং শিল্পে অনুপ্রবেশ হয় ২০০১ সালে । ঢাকা মো:পুরের সন্নিকটে একটি নির্দিষ্ট এলাকায় “মুহাম্মাদ নগর” নামে একটি প্রকল্প চালু করা করা হয় । আমার এখনও মনে আছে.. “মুহাম্মাদ নগর” প্রকল্পে জমি ছিল না, তাই বিক্রেতারগণ টাকা কর্জ স্বরূপ জমা করে বলতো – “ওয়ালী ভাই, টাকা রাখেন, ভাল জমি পেলে কিনে দিয়েন” ।

অাল্লাহর তায়ালার  অপার মহিমায় এরপর হতে আমার আর পিছনে তাকাতে হয়নি । ২০০৩ইং সালে ওয়ালী মুহাম্মাদ ফাউন্ডেশন  লিঃ কোম্পানী করা হল । বিভিন্ন আবাসন মেলা ও মিটিং হতে অনেক উপহার আর ক্রেস্টও পেলাম আমরা । আর শত শত মানুষ তাদের নিজের টাকায় খুজে পেল নিজ ঠিকানা । অামার উদ্যোগ ছিল যেন মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তরাও যাতে ঢাকায় মাথা গোঁজার ঠিকানা করতে পারে , তাই প্রথমে শতাংশপ্রতি ২৫০/- টাকা ও পরবর্তীতে ৫০০/- টাকার মাসিক কিস্তিতে প্লট বরাদ্দ দেয়া শুরু করলাম । পানির দমে জমি ? অনেকে বিশ্বাস করলো না । তারপরও আমার পথ চলা থেমে থাকে নি ।

অাল্লাহর তায়ালার ইচ্ছায় ২০০৬ সালে স্বল্পায়ীদের জন্য একটু দূরে নতুন একটি প্রকল্প “ আহমাদ নগর” প্রতিষ্ঠা করা হয় ।এবং ক্রেতা সদস্যগনের সহায়তায়  ২০১১ সালে “ওয়ালীজ সাহেরা মঞ্জিল” নামে প্রথম এপার্টমেন্ট প্রকল্প শুরু এবং সাফল্যের সাথে ফ্ল্যাট হ্যান্ডওভার করা হয় । পরবর্তীতে    “ওয়ালীজ আফরোজা মঞ্জিল” এবং “ওয়ালীজ আঞ্জমান ভিলা” নামে আরো ২টি এপার্টমেন্ট প্রকল্প হাতে নেয়া হয়েছে । কিন্তু এতে কি দেশের সকল মানুষের আবাসন চাহিদা ও সমস্যা পূরন করা সম্ভব ? আর না বলে আবাসন মেলা.কম প্রতিষ্ঠার করা ।

সম্পদ ও রিজিক দাতা একমাত্র আল্লাহ পাক। মধ্যম হিসেবে কিছু মাখলুক থাকে। আর তাদের মাঝে আমাকেও আল্লাহ পাক দেশবাসীর সেবা করার তৌফিক দিয়েছেন বলে হাজার শুকরীয়া। আমার দীর্ঘ এক বছরের প্রচেষ্টায় এমন একটি ওয়েব সাইট আপনাদের মোবাইলে আসবে যাতে মৌলিক চাহিদার দুই তৃতীয়াংশ পূরন হবে ইনশাল্লাহ। হাজারো ছোট ব্যবসায়ীরা ব্যবসা করবে বিনা খরচে। লাখো বেকার খুজে পাবে তাদের কর্মসংস্হান। আবাসন শিল্প হবে সকলের হাতের মুঠোয়। আরও থাকবে সকল প্রপার্টি ও বিল্ডিং নির্মাণ সামগ্রীর ক্রয় বিক্রয়ের উন্মুক্ত হাট। প্রতিটি ফ্ল্যাট যাতে ফাইভ স্টার হোটেলের ন্যায় সুবিধা সম্পন্ন হয়, সেজন্য থাকছে উন্নত বিল্ডিং হোম সার্ভিস সমূহ। ওয়ার্ড কাউন্সিলরগণের সহায়তায় পুরো ঢাকা সিটির প্রতিটি ওয়ার্ড সমূহে এ সার্ভিস নিশ্চিত করে ডিজিটাল মেগাসিটিতে রুপান্তর করাই আমার লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে….আবাসন মেলা.কম……

আপনাদের দোয়া ও সহযোগীতা একান্তভাবে কামনা করছি ।

                                                                                                            —- বান্দা ওয়ালী মুহাম্মাদ ।

Abashonmela.com এ রূম, সাবলেট, বাসা, ফ্ল্যাট , বাড়ি, অফিস ও দোকান  ক্রয়-বিক্রয় এবং ভাড়া গ্রহন ও প্রদানের ফ্রি ব্যবস্থা রয়েছে ।

বাংলাদেশের সর্বত্র  স্তরের মানুষ যাতে সহজে তার পিসি বা মোবাইল হতে অফলাইন ও অনলাইনের মাধ্যামে সম্পূর্ণ বিনাখরচে ও গোপনে সরাসরি যোগাযোগ করে জমি, প্লট, বাড়ি, ফ্ল্যাট, দোকান, অফিস স্পেস, খালি ফ্লোর, গ্যারেজ ও গোডাউন ক্রয়-বিক্রয় এবং ভাড়া দেয়া-নেয়া করতে পারে — এটাই আবাসন মেলার প্রধান উদ্দেশ্য । এতে আমাদের দুনিয়াবী সুবিধা হোক বা না হোক এই খেদমতের বিনিময়ে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করি। তবে মেলা  শপ এর  ক) প্রোপার্টি  খ) বিল্ডিং টুলস  গ)  বিল্ডিং মেটারিয়ালস  ঘ) বিল্ডিং কনসালটেন্ট এবং  ঙ)  বিল্ডিং-“হোম সার্ভিস” সমূহ শূধূমাত্র  আমাদের Sponsor & Co-sponsor বা প্রিমিয়াম মেম্বারগনের ফার্ম বা  দোকান অথবা অফিসের পণ্য বিক্রয়ের জন্য প্রদর্শন করা হবে।

Abashonmela.com – ওয়ালী মুহাম্মাদ ফাউন্ডেশন লিমিটেড এর একটি অনন্য প্রতিষ্ঠান!!

ঠিকানা :বাড়ি নং- ৪৬, (২য় তলা) রোড নং – ৪, কাটাসুর, কাদেরাবাদ হাউজিং এর কলেজ সংলগ্ন, থানা – মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭ ।  ইনফরমেশন : ০২-৯১৪২৮৮৯,  কাস্টমার কেয়ার : ০১৭২৫৬৮৮৭২২, হোম সার্ভিস :- ০১৭৫২০৭৮০৯৫-৭