Online Shopping

Call at 9am to 5pm +8801752078099

Cart

Your Cart is Empty

Back To Shop

Online Shopping

Cart

Your Cart is Empty

Back To Shop
Call at 9am to 5pm +8801752078099

RENT A MOTORBIKE

RENT A MOTORBIKE IN DHAKA CITY

RATE PER DAY WITH DRIVER

CALL- 01752078098

RENT A MOTORBIKE IN DHAKA

RENT A BIKE in Dhaka City – মটর সাইকেল ভাড়া: মো:পুর, ঢাকা।

ঢাকা সিটিতে জামানত ব্যতিত মাসিক/সাপ্তাহিক/দৈনিক ভিত্তিতে প্রাইভেট চালানোর জন্য নতুন ২০২৩-২০২৪ সালের বাইক এবং রাইডারগনের জন্য ২০১৮ হতে ২০২২ মডেলের ভাল বাইক ভাড়া দেয়া হচ্ছে।

রাইডারকে ঢাকা সিটিতে থাকতে হবে, উল্লেখ্য যে, বিভিন্ন সিসির (বাজাজ/টিবিএস/হোন্ডা/হিরো) বাইকটি কোম্পানির নামে ক্রয় করে, কোম্পানীর রি-প্রেজেন্টেটিভকে বাইকটি ভাড়া দিব, এজন্য রি-পেজেন্টটিভ পদে জবের অস্থায়ী নিয়োগ দেয়া হবে।

রাইডের জন্য (2018-2020) সেকেন্ড হ্যান্ড বাইক ভাড়ার তালিকাঃ

(সাপ্তাহিক পেমেন্ট) ১২৫/১৩৫ সিসির বাইকের মাসিক ভাড়াঃ ৮,০০০ টাকা সাপ্তাহিকঃ ২,০০০ টাকা।

১৫০/১৬০ সিসির বাইকের মাসিক ভাড়াঃ ১০,০০০ টাকা সাপ্তাহিকঃ ২,৫০০ টাকা।.

বিঃদ্রঃ অসুস্থ বা বাড়ি গেলে বা ভাড়া নিতে না চাইলে, সেই সপ্তাহ পেমেন্ট দিতে হবে না।

বাইক ভাড়া নিতে কি কি লাগবে? ছবিসহ সকল নিজস্ব ডকুমেন্টস, ২ জন জামিনদার ও ২ জন পরিবারের অভিভাবকদের সাক্ষী লাগবে।

এছাড়াও কিছু শর্তাবলীসহ ২টি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। সাপ্তাহিক/মাসিক চুক্তিতে বাইক ভাড়া শুধুমাত্র অভিজ্ঞ রাইডার এবং দ্বীনদার ও নামাজীগন মেসেজে পেপারের ছবি ও ফটো দিনঃ বা ফ্রেন্ড রিকুয়েষ্ট আমাকে পাঠালে “সোয়ারী গ্রুপে” এড করে নিব। সেখানে আমাদের অন্যান্য রাইডারগন আছেন। https://www.facebook.com/wmfl24 . নিয়ম পড়ুন আগে, শর্ত মেনে চলায় রাজি হউন তারপর আপনার বর্তমান ছবি তুলে দিন, এবং ড্রাইভিং লাইসেন্স এর ছবি দিন। তারপর আমি আপনার নম্বর চাইবো ও কথা বলবো। ইনশাল্লাহ।

নিয়মাবলী ও শর্তাবলীঃ
অগ্রীম বা জামানত দিতে হবে না, তবে রিপেজেন্টটিভ জব নিয়ে বাইক চালাতে। প্রসেসিং ফি ১০০ টাকা জমা দিতে হবে। সপ্তাহের প্রতি শনিবার বাইকসহ => ৬/৭ নং কাটাসুর, (কাটাসুর শাহী মসজিদ সংলগ্ন) (নীচ তলা), থানা ও পোস্টঃ মো:পুর, জেলা= ঢাকা- ১২০৭ ঠিকানার কোম্পানীর হেড অফিসে এসে ১/৪ পেমেন্ট বা সাপ্তাহিক পেমেন্ট জমা করে রসিদ নিতে হবে। সপ্তাহে ১ দিন বা কিছু সময় বাইক চালালেও পুরো সপ্তাহের পেমেন্ট দিয়ে যেতে বাইকার বাধ্য থাকবেন।
যা যা লাগবেঃ-
১) ৩ বছরের লাইসেন্স ও ঠিকানার পানি/গ্যাস বিলের ফটোকপি লাগবে।

২) NID/ বার্থ সার্টিফিকেট ও ২ বছরের ভাড়ায় বাইক চালানোর যোগ্যতার প্রমানপত্র লাগবে।

৩) স্কুল ও চেয়ারম্যান সনদ সমূহের ফটোকপি এবং পরিবারের ২ জন গার্ডিয়ানের অনুমতিপত্র এবং ২ জন আত্মীয়ের স্বীকারোক্তি পত্র লাগবে।

৪) ঢাকা সিটিতে রাইডারকে বসবাস ও বাইক নিয়মিত ধুয়ে মুছে বা ওয়াস করে নিজ গ্যারেজে নিজ দায়িত্বে রাখতে হবে।

৫) উবার/পাঠাও বা ভাড়ায় চালানোর কমপক্ষে ২ বছরের যোগ্যতা লাগবে।

৬) পেপার, ইঞ্জিন ডাউন, চাকা পরিবর্তন ব্যতিত বাইকের সকল পার্টস ক্রয় ও মেরামত কাজ এবং মামলা ফিস রাইডার বা ভাড়া গ্রহিতাকে দিতে হবে। এক্সিডেন্ট করলে, তার পার্টস ক্রয় ও মেরামতের ৫০% খরচ রাইডাকে বহন করতে হবে এবং ইচ্ছাকৃত বড় ধরনের এক্সিডেন্ট করলে, সম্পূর্ন পার্টস ক্রয় ও মেরামত খরচের ৫০% খরচ বাইকারকে দিতে হবে।

৭) জিপিএস টার্কিং থাকবে, কম্পিউটার মনিটরিং এর জন্য রাইডারকে সর্বদা কল ধরে সহায়তা করতে হবে। ঢাকা সিটির বাইরে ট্রিপ বা পেসেঞ্জার নেয়া যাবে না। এমনকি নিজেও বেড়াতে যাওয়া যাবে না।

৮) কোম্পানি যে কোন দিন, বিনা কারন দর্শানো ব্যতিত চুক্তি বাতিল করে বাইক ফেরত নিতে পারবে।

৯) কোম্পানীর লোক বা আত্মীয় ও পেসেঞ্জারগন বাজার দরে বা দরা-দরি করে ভাড়া দিয়ে উক্ত বাইকে যাতায়াত করতে পারবে।

১০) রেজিষ্টেশনসহ বাইকের ক্রয়ের সমমূল্যের চেক জামানত রাখতে হবে। অতএব রাইডারের ব্যাংক একাউন্ট থাকতে হবে।

১১) ভাড়াটিয়ার ক্ষেত্রে ফ্যামিলি থাকতে হবে ও বাড়িওয়ালার নাম ও মোবাইল নম্বর লাগবে। ব্যাচেলরগনকে বাইক ভাড়া দেয়া হয় না।

১২) চুক্তি লিখতে ৩০০ টাকার স্ট্যাম্পে দলিল লিখতে , রাইডারের তদন্ত ও যাচাই করতে ৯৯৯+ টাকা খরচ হয়। তাই বাইক চুক্তিপ্রতি ৩ দিন পূর্বে প্রসেসিং ফি ১০০ টাকাসহ (অফেরতযোগ্য) উপরের সব কাগজপত্রের ফোটকপিসহ হেড অফিসে জমা দিতে হবে। মবিল ১ লিটার ফ্রি পাবেন। আর বর্তমান ঠিকানা পরিবর্তন হলে পুনরায় প্রসেসিং ফি ১০০ টাকা জমা দিতে হবে। (অফেরতযোগ্য)

১৩) পেসেঞ্জার ১ জনের বেশি বহন করা যাবে না, তবে বৈধ পার্সেল মালামাল রাইডার নিজ দায়িত্বে বহন করতে পারবে।

১৪) ঢাকা সিটিতে ৬০ কি:মি বেগের বেশি চালানো যাবে না, এ বাইক নিয়ে চাকরী করা যাবে না। এমনকি অন্য কাউকে বাইক চালাতে দেয়া যাবে না।

১৫) পার্টস ক্রয়, মেরামত, ওয়াস, (পার্টস ক্রয়ে বা মেরামতে রাইডারের দাবী থাকবে না), লিক সারানো, নিয়মিত মবিল ও অকটেন ক্রয়, ইত্যাদি খরচ রাইডারের আর পেপার আপডেড করা এবং ইন্জিন ডাউন ও চাকা চেঞ্জ করা কোম্পানির দায়িত্ব থাকবে।

উল্লেখ্য যে, ১৫ টি শর্তে রাজি থাকার পর উপযুক্ত মনে হলে ১-৩ দিনের মধ্যে ডেকে বাইক দেয়া হবে। পরিচিত বা নামাজী রাইডারগন অগ্রাধিকার পাবেন।

Reviews

There are no reviews yet.

Be the first to review “RENT A MOTORBIKE”

Coming Soon - Dismiss

Cart

Your Cart is Empty

Back To Shop