Online Shopping

Call at 9am to 5pm +8801752078099
1
119.0 ৳ 

Cart

Online Shopping

1
119.0 ৳ 

Cart

Call at 9am to 5pm +8801752078099

Category: Hair Care

Hair Care

“Hair care”

Introduction: How to apply oil Try hot oil treatment one day a week. Heat the coconut oil and rub it lightly on the scalp. Soak a towel in a hot panni and swallow it. Then wrap the towel over the head. Oil can easily penetrate the base of the hair. Shampoo the next day.

গুনাগুনঃ- নিজের চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন। শুষ্ক, স্বাভাবিক, তৈলাক্ত বা কালারড হেয়ারের জন্য আলাদা আলাদা শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু করার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। চুলের জট তো ছাড়বেই, সঙ্গে ময়লাও পরিষ্কার হবে, মরা কোষ ঝরে পড়বে। শ্যাম্পু করার জন্য খুব গরম পানি ব্যবহার করবেন না। স্ক্যাল্প ও হেয়ার ফলিকলসের জন্য গরম পানি ক্ষতিকর। ঠাণ্ডা বা স্বাভাবিক তাপমাত্রায় পানি ব্যবহার করুন। নিজের চুলের ধরন অনুযায়ী অল্প পরিমাণে শ্যাম্পু ব্যবহার করুন। কয়েক সপ্তাহ অন্তর শ্যাম্পু বদলান। * চুল পরিষ্কার করার পদ্ধতি শ্যাম্পু করার পর ভালো করে পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুলে যেন একদম ফেনা না লেগে থাকে। পানি দিয়ে চুল ধোয়ার পর চুল চ্যাটচ্যাট করলে বা চুলে জট থাকলে বা আপনার যদি মনে হয় আর একবার শ্যাম্পু ব্যবহার করলে ভালো হয় তখন দ্বিতীয়বার শ্যাম্পু করবেন। তবে দ্বিতীয়বার অল্প পরিমাণে শ্যাম্পু ব্যবহার করুন। বিবরনঃ- চুল ধোয়ার পর মাথায় তোয়ালে জড়িয়ে নিন। অতিরিক্ত পানি তোয়ালে শুষে নেবে। তারপর কন্ডিশনার লাগান চুলের ডগায় ও ওপরের অংশে। ৫-৬ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। * ফাইনাল টাচ ভেজা চুল আঁচড়াবেন না। চুল ছিঁড়ে যাবে। চুল শুকনো হয়ে গেলে আরও সেনসেটিভ হয়ে যায়। ধীরেধীরে চুল আঁচড়ান। খুব জোরে বা টেনে ধরে চুল আঁচড়াবেন না। চুল লম্বা হলে রাতে শুতে যাওয়ার আগে চুল বেঁধে শোবেন। গরমের সময় চুল শুকানোর জন্য ব্লো-ডাই ব্যবহার না করাই ভালো। কারণ শুষ্ক আবহাওয়ায় ব্লো-ডাই করলে চুলের কিউটিকলসের ক্ষতি হয়। চুল আরও ভঙ্গুর হয়ে পড়ে। তোয়ালে দিয়ে হালকাভাবে চুল মুছে নিন। তারপর ভালো কোম্পানির হেয়ার জেলও লাগাতে পারেন।

উপসংহেরঃ- হালকা গরম পানিতে সাবান গুলে চিরুনি, হেয়ারব্রাশ পরিষ্কার করুন। ভালো করে চিরুনির ফাঁকগুলো পরিষ্কার করবেন। চুলের ময়লা ধুয়ে যাবে। চিরুনির দাঁড়া ভেঙে গেলে বা দাঁড়াগুলো ধারালো হয়ে গেলে সেই চিরুনি বদলে ফেলুন। কারণ ভাঙা ও ধারালো চিরুনির দাঁড়া থেকে স্ক্যাল্পের ক্ষতি হতে পারে। অন্যের চিরুনি, হেয়ারব্রাশ ব্যবহার করবেন না।

Showing all 55 results

Coming Soon - Dismiss

1
119.0 ৳ 

Cart