ABOUT US

আমাদের  তথ্য

ওয়ালী বাজার.কম এর উত্থান প্রসঙ্গে কিছু কথা :

সকল দেশের সকল মানুষের জীবনের প্রধান মৌলিক চাহিদা হল ৩টি – অন্ন, বস্ত্র আর বাসস্থান। আর এসব চাহিদা পূরনে হিমসিম খাচ্ছেন দেশের আপামর জনসাধারন, প্রতারিত হচ্ছেন দোকান ও ফেরীওয়ালাদের কাছ হতেও । সঠিক মূল্য না জানার কারণে পন্য ক্রয়ে গ্রাহককে বেশি দাম দিতে হচ্ছে ।এছাড়াও চাহিদার পন্যটি খুজে পাওয়াও মুশকিল হয়ে দাড়িয়েছে কারো কারো জন্য । সেই সাথে ভেজাল পণ্যের খপ্পরে পরার ভয়টা তো আর দূরে ফেলে দেয়া যায় না । সব মিলিয়ে আমাদের মৌলিক চাহিদা পূরনের পাশাপাশি প্রতিটি ঘরে ১ ঘন্টায় পন্যটি ফ্রি পৌছে দিয়ে WaliBazar.Com এক ধাপ এগিয়ে। আপনাদের দোয়া ও সহযোগীতা একান্তভাবে কামনা করছি ।

                                                                                                                        —-  ওয়ালী মুহাম্মাদ